ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাজিদের মৃত্যুর দায় সৌদিকে নিতে হবে : খামেনি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাজিদের মৃত্যুর দায় সৌদিকে নিতে হবে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মিনায় পদপিষ্ট হয়ে হাজিদের মৃত্যুর দায় সৌদি আরবকেই নিতে হবে।

 

হজে পদদলনে নিহতের মধ্যে ১৩১ জন ইরানি হাজি রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৬০ জন হাজি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

এদিকে ইরানের নেতারা হজ অব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছেন। তাদের অভিযোগ, ভিড়ের মধ্যে হাজিদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থাপনায় ত্রুটি ছিল।

 

সৌদি আরবের তথ্যমতে, বৃহস্পতিবার মিনায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ৭১৭ জন এবং আহত হয়েছেন ৮৬৩ জন। আহতদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

 

এদিকে ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, পদদলনে ১৪ ভারতীয় হাজি নিহত হয়েছেন। তুরস্কের চারজন রয়েছেন নিহতদের মধ্যে। এ ছাড়া আফ্রিকার কয়েকটি দেশের হাজিরা বেশি মারা গেছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৫/রাসেল পারভেজ

হাজিদের মৃত্যুর দায় সৌদিকে নিতে হবে : খামেনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়