ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরো দুটি নৌপথ চালু হবে : নৌমন্ত্রী

আশরাফুল আলম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো দুটি নৌপথ চালু হবে : নৌমন্ত্রী

নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান

মানিকগঞ্জ প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে আগামী বছরের মাঝামাঝি সময়ে দুইটি নতুন নৌপথ চালু করা হবে। জামালপুরের বাহাদুরবাদ থেকে গাইবান্ধার বালাশি ও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার খয়েরচরে নতুন এই ফেরি সার্ভিস চালু হবে। এতে করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়ে উঠবে।

 

মন্ত্রী বুধবার বিকেলে আরিচায় বিআইডব্লিউটিএ মিলনায়তনে সড়ক পরিবহণ শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম গালিভ খান, বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শেখ মুহাম্মদ নাসিম, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার, আরিচা লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম খানসহ  বিআইডব্লিউটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/মানিকগঞ্জ/৭ অক্টোবর ২০১৫/আশরাফুল আলম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়