ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাংনীতে ৩ ইরানি নাগরিক আটক

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১২ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাংনীতে ৩ ইরানি নাগরিক আটক

মেহেরপুর প্রতিনিধি : প্রতারক সন্দেহে মেহেরপুরের গাংনী থেকে তিন ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- আমর হোসেন, ভইদ ও নাদের। তাদের তিনজনেরই বাড়ি ইরানের রাজধানী তেহরানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রাইভেট কারযোগে তিন বিদেশি গাংনী শহরের হাসপাতাল বাজারে পৌঁছে মোটর সাইকেল পার্টস ব্যবসায়ী শাহজামালের কাছ থেকে এক হাজার টাকার নোট ভাঙিয়ে নিতে চায়। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে। এ সময় তারা সটকে পড়ে এবং দ্রুত গাড়ি চালিয়ে পালানোর সময় গাংনী শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সড়কের পাশে তাদের বহন করা প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। সেখান থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে থেকে মেহেরপুর ও পার্শ্ববর্তী জেলায় বেশ কয়েকজন বিদেশি টাকা ভাঙানোর কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকেও প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ করছেন।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


রাইজিংবিডি/মেহেরপুর/১২ এপ্রিল ২০১৬/মহাসিন আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়