ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

`২০৪১ সালে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ’

মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২৯ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
`২০৪১ সালে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ’

ভাতা বিতরণ অনুষ্ঠানে অতিথিরা

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

 

বুধবার সকালে ফরিদপুর শহরের  কবি জসীমউদদীন হলে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

অনুষ্ঠানে ৫২২ জনকে বয়স্ক ভাতা, ১১৩ জনকে বিধবা ভাতা এবং ৪০০ জনকে প্রতিবন্দী ভাতা প্রদান করেন মন্ত্রী।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক সরদার নরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২৯ জুন ২০১৬/মনিরুল ইসলাম টিটো/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়