ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-দ.আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (ছবি : শাহীন ভূঁইয়া)

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

বুধবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর ফলে সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজ ২০১৭’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আওয়াল চৌধুরী ভুলু, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. ফিরোজ আলম।

 



এমএ আওয়াল চৌধুরী ভুলু নারী ক্রিকেটে পৃষ্ঠপোষকতার জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ নিয়ে দ্বিতীবারের মতো ওয়ালটন গ্রুপ নারী দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এল। ছেলেদের ক্রিকেটের জন্য বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি এগিয়ে আসে। কিন্তু নারী ক্রিকেটে আমরা সে ধরণের সাড়া পাই না। আমরা বিজ্ঞাপণ, প্রেস রিলিজ পাঠিয়েও কোনো সাড়া পাই না। এক্ষেত্রে ওয়ালটন ব্যতিক্রম। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আমাদের নারী দলের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুক্ত হল। বিসিবির পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ওয়ালটনের পক্ষে এসএম জাহিদ হাসান বলেন, ‘আমরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে পৃষ্ঠপোষকতা করছি। বিসিবিকে এজন্য ধন্যবাদ। সীমিত সাধ্যের মধ্যে যেকোন খেলার সঙ্গেই আমাদের প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকতে সর্বাত্মক চেষ্টা করে। কারণ, খেলা হচ্ছে পুরো জাতিকে একত্র করার মাধ্যম। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল ভারতে খেলতে গিয়েছিল। আমরা সেখানেও নারী ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা করেছি। নারীদের খেলাধুলার ক্ষেত্রে ওয়ালটন গ্রুপ সব সময় ইতিবাচক।’

তিনি আরো বলেন, ‘তবে এখনও বৈষম্য রয়েছে। কিন্তু নারীরা খেলাধুলাসহ সব ক্ষেত্রে কিন্তু ভালো করছে। আমরা একটু সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে ওরা আরও এগিয়ে যাবে। আমাদের সম্মিলিত চেষ্টায় নারী ক্রিকেটাররা ভালো করবে। আমাদের দেশে বাঘাবাঘা দলগুলো এসে নাকানি-চুবানি খেয়েছে। আমাদের বিশ্বাস আমাদের নারী ক্রিকেটারাও একই সাফল্য ধরে রাখবে। আমরা সিরিজের সাফল্য কামনা করছি।’

 



ওয়ালটন গ্রুপকে স্পনসর হিসেবে বেছে নেওয়ায় বিসিবিকে শুভেচ্ছা জানিয়ে উদয় হাকিম বলেন, ‘একটি সময়ে ক্রিকেটের থেকে ফুটবল অনেক জনপ্রিয় ছিল। এখন ক্রিকেট সেই জায়গাটি দখল করে নিয়েছে। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেট দল এখন বিশ্বমঞ্চে নিয়মিত খেলছে, ভালো পারফর্ম করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের এ সিরিজেও আমাদের মেয়েরা ভালো খেলবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি।’

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের কোল ঘেঁষে তৈরি হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (১২ জানুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী চারটি ম্যাচ হবে ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়