ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালি

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালি করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হবে এ র‌্যালি। কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করবেন।

এর আগে সমাবর্তন উপলক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন হবে। সমাবর্তনে ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অংশ নেবেন। মোট ৪ হাজার ৯৩২ জন সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বক্তৃতা করবেন।

উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, অংশগ্রহণকারীরা ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় থেকে সমাবর্তনের গাউন সংগ্রহ করতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়