ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোয়েন্দা সংস্থাগুলোর ওপর ক্ষেপেছেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোয়েন্দা সংস্থাগুলোর ওপর ক্ষেপেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগ তোলায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক চটেছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটার বার্তায় তিনি ‘ভুয়া খবর’ প্রকাশে গোয়েন্দা সংস্থাগুলোর নিন্দা জানিয়েছেন এবং জানতে চেয়েছেন, ‘ আমরা কি নাৎসিদের সময়ের জার্মানিতে বাস করছি?’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এবং অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার কাছে অত্যন্ত গোপন তথ্য রয়েছে। বাজফিড নামে একটি মার্কিন সংবাদমাধ্যম ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিমা জোটের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যে ট্রাম্পকে পাঁচ বছর ধরে রাশিয়া সহায়তা ও সমর্থন দিয়ে আসছে। রাশিয়াতে অনেকগুলো বড় বড় নির্মাণ প্রকল্পে ট্রাম্পকে সুযোগ দিতে চেয়েছিল মস্কো। ট্রাম্প ও তার নিজস্ব লোকজন ক্রেমলিনের কাছ থেকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটদের সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য পেতেন।

বুধবার গোয়েন্দা সংস্থাগুলোর এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একাধিক টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, ‘রাশিয়া কখনোই আমাকে উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার করেনি। রাশিয়ার সঙ্গে আমার কোনো লেনদেন নাই-কোনো চুক্তি, কোনো ঋণ কিছুই নেই।’

আরেকটি টুইটে তিনি বলেন, ‘ আমি খুব সহজেই একটি নির্বাচন জিতেছি। একটি বিশাল আন্দোলন ছিল যা পরীক্ষিত এবং পরাজিত বিরোধিরা ভুয়া সংবাদ ছড়িয়ে আমাদের বিজয়কে ছোট করে দেখানোর চেষ্টা করছে।’

আরেকটি টুইটে তিনি বলেন, ‘জনসাধারণের কাছে এ ধরণের ভুয়া খবর প্রকাশ করা গোয়েন্দা সংস্থাগুলোর উচিৎ হয়নি। এটা ছিল আমার প্রতি শেষ গুলি। আমরা কি নাৎসি জার্মানিতে বাস করি।’

এদিকে রাশিয়াও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এ প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট; এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।’



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়