ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাহারা ডায়েরি মামলায় তদন্ত হবে না মোদির বিরুদ্ধে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাহারা ডায়েরি মামলায় তদন্ত হবে না মোদির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : আপাতত স্বস্তি মিলল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সাহারা ডায়েরি মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) কোনও তদন্ত করবে না বলে বুধবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

অভিযোগ ছিল, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত সাহারা কর্তৃপক্ষের কাছ থেকে প্রচুর পরিমাণে ঘুষ নিয়েছিলেন। ওই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তদন্ত শুরুর নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত ও যথাযথ তথ্যপ্রমাণ হাতে নেই বলে গত ১৪ নভেম্বর মামলার শুনানিতে ইঙ্গিত দিয়েছিল শীর্ষ আদালত। তবে আদালত ওই তদন্তের দেখভাল করুক, এই আর্জি জানিয়ে একটি হলফনামা পেশ করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তার আর্জি ছিল, এই মামলায় যে রাজনীতিবিদদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিক আদালত।

সুপ্রিম কোর্ট বুধবার পর্যবেক্ষণে বলেছে, ‘যদি যথাযথ নয়, এমন সামান্য কিছু তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রধানমন্ত্রীর মতো কোনও সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিতে হয়, তা হলে সাংবিধানিক পদাধিকারীদের কাজে ব্যাঘাত ঘটে। আর তাতে গণতন্ত্রও নিরাপদ থাকে না।’

আদালত আরো বলেছে, কোনও অপরাধ হলেই তবে এফআইআর দায়ের করা যায়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়