ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অনিয়ম দেখলে এসএমএস করুন’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনিয়ম দেখলে এসএমএস করুন’

নিজস্ব প্রতিবেদক : জবর দখলসহ যে কোনো ধরণের অনিয়ম দেখলে মোবাইল ফোনে এসএমএস করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ।

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেড উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই শেড উদ্বোধনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়।

আনিসুল হক বলেন, ‘একটা এসএমএস করবেন যে অমুক এসে টাকা চেয়েছে। একটা এসএমএস করবেন যে অমুক জোর করে এটা করছে। দেখবেন পরের দিন সকালেই কাজ শুরু হয়ে যাবে।’

মেয়র বলেন, ‘কেউ যদি আইনের বাইরে গিয়ে কিছু করে, আপনাদের বহু লোকের কাছে আমার ফোন নম্বর আছে, সবার ফোন নম্বর আছে, একটা এসএমএস করবেন এর বেশি কিছু নয়।’

নেতাদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, ‘তাদের সম্পর্কে অনেক রকমের কথা শোনা যায়। আপনারা নেতা হয়েছেন কারণ লোক আপনাদের পছন্দ করে। আপনারা সৌহার্দ্যশীল থাকুন। এক্সপ্লয়েড করবেন না দয়া করে।’

অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘স্পষ্ট বাংলা কথা, কোনো অনিয়ম হতে দেবে না সিটি করপোরেশন। কোনো পলিটিকস হতে দেবে না সিটি করপোরেশন। আমরা কারও শত্রু না। আমরা সবার বন্ধু হয়ে কাজ করতে চাই। আমরা চাই শৃঙ্খলা মতো কাজ হোক।’

তিনি বলেন, ‘আপনারা আমাদের ভোট দিয়েছেন আপনাদের সহযোগিতা করার জন্য। ঢাকা নগরীর যেখানে যান দেখেন আমরা কিভাবে কাজ করছি। দেখেন সিটি করপোরেশন কতো বদলে গেছে আগের তুলনায়। আপনাদের সঙ্গে আমরা কতো বন্ধু ভাবাপন্ন হচ্ছি।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, ‘আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু চাওয়ার থাকে, কোনো দাবি থাকে আসেন সিটি করপোরেশনে, আপনাদের নির্বাচিত প্রতিনিধি আছেন। আসুন আলোচনার মাধ্যমে আমরা পরস্পরের সাহায্য করি।’

বহুতল মার্কেট নির্মাণ না হওয়া পর্যন্ত অস্থায়ী শেডে ব্যবসায়ীরা ব্যবসা করবেন বলে জানান মেয়র। প্রতীকী হিসেবে কয়েকজন ব্যবসায়ীর হাতে দোকান বরাদ্দের কাগজ তুলে দেওয়ার পর মার্কেট ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, করপোরেশনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়