ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুন্দরগঞ্জে উপনির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরগঞ্জে উপনির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের  উপনির্বাচনে নয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাদের সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমদ, জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদের মোহাম্মদ আলী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন ও আবদুল মজিদ (বীরপ্রতীক)।

তবে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নির্বাচনে অংশ নিতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তাদের মধ্যে জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ কর্নেল ডা. আবদুল কাদের খান ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র জমা দেননি।

আগামী ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২২ মার্চ ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, এ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গত ৩১ ডিসেম্বর  দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।



রাইজিংবিডি/গাইবান্ধা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়