ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জঙ্গি তানভীর কাদেরীর লাশ আঞ্জুমানে হস্তান্তর

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি তানভীর কাদেরীর লাশ আঞ্জুমানে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে পুলিশের কাউন্টার টেরোরিজমের অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষনেতা তানভীর কাদেরীর লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় কাউন্টার টেরোরিজমের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহসানুল হক আঞ্জুমানে মফিদুল ইসলামের ডিউটি অফিসার মোস্তফা কামালের কাছে লাশ হস্তান্তর করেন।

আহসানুল হক বলেন, জঙ্গি অনুসন্ধানে নিহত তানভীরের যে প্রয়োজন ছিল তা আমাদের শেষ। অন্যদিকে তার পরিবারের কেউ সৎকারের জন্য লাশ নিতে আসেননি। তাই তার লাশ দাফনের জন্য আঞ্জুমানের কাছে হস্তান্তর করা হলো।

তানভীর কাদেরীর লাশ অজ্ঞাত হিসেবে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মোস্তফা কামাল বলেন, অজ্ঞাত একটি লাশ হাতে পেয়েছি। শুনেছি এটা তানভীর কাদেরীর। আজই লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাসায় জঙ্গি আস্তানা রয়েছে সন্দেহে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তানভীর কাদেরী। ওই অভিযান শেষে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও তানভীর কাদেরীর কিশোর ছেলে তাহরিন কাদেরীকে আটক করা হয়। তানভীরের বাড়ি গাইবান্ধায়। গুলশানে হলি আর্টিজানে হামলার আগে জঙ্গিরা যে বাসায় থাকত সে বাসা ভাড়া নিয়েছিলেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়