ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে টেকনাফের লেদা, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও নাফ নদীর সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

বুধবার সকাল ১০ সাড়ে থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক ও মিয়ানমার থেকে পালিয়ে আসার বিষয়ে রোমহর্ষক কাহিনী শোনেন বিশেষ দূত।

জবাবে রোহিঙ্গারা বিশেষ দূতকে মিয়ানমার সরকারের সামরিক জান্তা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতন, নিরীহ মানুষকে ধরে নিয়ে গণহত্যা, নারীদের ধর্ষণ,শিশুদের আগুনে নিক্ষেপ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা জানান।

এরপর বিশেষ দূত ইয়াংহি লি দুপুর দেড়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত পরিদর্শন করেন।

এ সময় জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে ছিলেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এনজিও সংস্থা, আইওএম, ইউএনএইচসিআরের কর্মকর্তারা।



রাইজিংবিডি/কক্সবাজার/২২ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়