ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাক নিবন্ধিত সকলকে হজে পাঠানোর দাবি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক নিবন্ধিত সকলকে হজে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক:  প্রাক-নিবন্ধিত সকলকে হজে পাঠানোর দাবি জানিয়েছে হাব সমন্বয় পরিষদ।

রোববার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

হাব সমন্বয় পরিষদের আহবায়ক হাবিবুর রহমান মিজান সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি বছর ১ লাখ ২৬ হাজার ৮২৯ জনকে হজে পাঠানোর ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দেশের মানুষের আয় বৃদ্ধি পাওয়ায় এ বছর ১ লাখ  ৮১ হাজার ৮২৯ জন প্রাক নিবন্ধন করেছেন। সৌদি সরকারের সঙ্গে চুক্তির চেয়ে ৫৫ হাজার অতিরিক্ত প্রাক নিবন্ধন করেছেন। সরকার চাইলে প্রাক-নিবন্ধিত এ ৫৫ হাজার যাত্রীর কোটা বাড়ানো সম্ভব। প্রাক-নিবন্ধিত সবাই  হজে যেতে চান। তাই সকল হজযাত্রীকে হজে পাঠানোর ব্যবস্থা করুন- এটাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি।’

তিনি আরো বলেন, ‘২০১৬ সালে লিড প্রথার কারণে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবছর লিড প্রথা বাতিল করে স্ব-স্ব এজেন্সিকে ৬ মাসের মালিটপল ভিসার ব্যবস্থা করে দিতে হবে। অবিলম্বে সরকারি নিবন্ধন করে অব্যবহৃত কোটা বেসরকারি কোটায় স্থানান্তর করতে হবে। আইটি চার্জ ২০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করতে হবে।’

এসময় হাব সমন্বয় পরিষদের সদস্য সচিব রেজাউল করিম উজ্জ্বল, হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়