ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ট্যানারি স্থানান্তরে জুন পর্যন্ত আলটিমেটাম বাণিজ্যমন্ত্রীর

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ট্যানারি স্থানান্তরে জুন পর্যন্ত আলটিমেটাম বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্র‌তি‌বেদক : চলতি বছরের জু‌নের  মধ্যে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা স্থানান্তরে সময় বেঁধে দি‌লেন বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহ‌মেদ।

রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত প‌ণ্যকে ২০১৭ সা‌লের বর্ষপণ্য ঘোষণাবিষয়ক এক সংবাদ স‌ম্মেল‌নে এ আলটিমেটাম দেন বা‌ণিজ্যমন্ত্রী।

এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বেশ কয়েকবার ট্যানারি মালিকদের আলটিমেটাম দিয়েছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন,  ‘চলতি বছরের জু‌নের  মধ্যে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা  স্থানান্তর কর‌তে হ‌বে সব ট্যানারিকে। আর যারা সরা‌তে পারবে না তারা সমস্যায় পড়‌বে।’

অর্থ মন্ত্রণালয়‌ের উদ্দেশে  তিনি বলেন, ‘কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপ‌নের ব্যয় ট্যানা‌রি মা‌লিকরা নয়, সরকার বহন কর‌বে। ট্যানা‌রি স্থানান্ত‌রে মা‌লিক‌দের অনেক অর্থ ব্যয় কর‌তে হ‌চ্ছে। এর ম‌ধ্যে চামড়া শিল্প নগরীতে সিইটিপি স্থাপ‌ন তা‌দের জন্য আলাদা বোঝা হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে। তাই আমি অর্থ মন্ত্রণালয়‌কে বল‌বো, সিইটিপি স্থাপ‌নে সব খরচ যেন তারা বহন ক‌রে। অবশ্যই এ বিষ‌য়ে অর্থমন্ত্রী আমার কথা রাখ‌বেন।’

আগামী ২০২১ সা‌লে চামড়াজাত খা‌তে রপ্তা‌নির আয়  ৫ বি‌লিয়ন ডলার হবে ব‌লে আশা প্রকাশ ক‌রে তোফায়েল আহমেদ ব‌লেন, ‘২০১৫-১৬ অর্থবছ‌রে চামড়াজাত পণ্য রপ্তা‌নি ক‌রে ১১৬ কো‌টি ৯ লাখ ৫০ হাজার মা‌র্কিন ডলার আয় হয়ে‌ছে। দে‌শের দ্বিতীয় রপ্তানি খাত হি‌সে‌বে চামড়া খাত ক্রমাগত এগিয়ে যা‌চ্ছে। এটা অব্যাহত থাক‌লে এ খা‌তে ৫ বি‌লিয়ন ডলার রপ্তা‌নি  আয় সম্ভব। একই স‌ঙ্গে আগামী ১০ বছ‌রে  চামড়া ও পাদুকাসহ চামড়াজাত প‌ণ্যে বিশ্ব অর্থনী‌তি‌তে অন্যতম প্র‌তি‌যোগী দেশ হ‌বে বাংলা‌দেশ। ইতোম‌ধ্যে প্রধানমন্ত্রী চামড়া ও পাদুকাসহ চামড়াজাত প‌ণ্যকে ২০১৭ সা‌লের বর্ষপণ্য ঘোষণা ক‌রে‌ছেন।’

সংবাদ স‌ম্মেল‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র  স‌চিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহিন আহমেদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়