ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেই দেয়াল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই দেয়াল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার পাইকগাছায় স্থানীয় সংসদ সদস্যের ছেলের নির্মাণকৃত সেই আলোচিত দেয়াল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ২টার দিকে এ কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কার্যত বন্দি থাকা আওয়ামী লীগ নেতা আবদুল আজিজের পরিবারের সদস্যরা মুক্ত হলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সরল গ্রামে অভিযানে যায়। এ সময় আদালতের নির্দেশে আলোচিত দেয়ালের দুটি স্থানে ৮ থেকে ১০ হাত করে ভেঙে দেওয়া হয়। অভিযানকালে দাঙ্গা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেয়াল  নির্মাণকারীদের পক্ষে কয়েকজন আইনজীবী ভাঙা প্রতিরোধের চেষ্টা করলেও তা কাজে আসেনি বলে সূত্র জানিয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ দেয়াল ভাঙার বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দেয়াল ভাঙা হয়েছে বলে তিনি শুনেছেন। এর আগে দেয়াল ভাঙার বিষয়ে পুলিশ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে থানায় চিঠি দেওয়া হয়।

খুলনা-৫ (পাইকগাছা-কয়রা) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শেখ মো. নুরুল হকের ছেল শেখ মনিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা আবদুল আজিজের বাড়ির চারপাশে উঁচু দেয়াল তৈরি করেন। ফলে বাড়িতে যাওয়া-আসার রাস্তা এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। মই দিয়ে দেয়াল টপকে কিংবা দেয়ালের নিচ দিয়ে তৈরি করা গর্ত দিয়ে আসা-যাওয়া করতে হতো বাড়ির বাসিন্দাদের। এক প্রকার বন্দিদশায় জীবন কাটে আবদুল আজিজসহ পরিবারের সাত সদস্যের।



রাইজিংবিডি/খুলনা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়