ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিরাজগঞ্জে ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চিকিৎসকের ভুল অপারেশনে দুলালী খাতুন (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একটি বেসরকারি প্যাথলজির ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত চিকিৎসক ডা. আনিছুর রহমান পলাতক রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. আনিছুর রহমানের নিজ চেম্বারে অপারেশন করার সময় ওই রোগীর মৃত্যু হয়।

দুলালী সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসার চর গ্রামের মৃত কিনু সেখের মেয়ে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নাকের পলিপাস রোগের চিকিৎসার জন্য আজ বেলা ১১ টার দিকে দুলালীকে শহরের ইসলামিয়া কলেজ রোডস্থ সেন্টার প্যাথলজিতে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক ডা. আনিছুর রহমান তাকে অপারেশনের জন্য শহরের মিরপুর এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে নিতে বলেন। সেখানে অপারেশনের পর জ্ঞান না ফেরায় চিকিৎসক নিজেই তাকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পরে পথেই তার মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, চিকিৎসক আনিসুর রহমানের ভুল চিকিৎসাতেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেন্টার প্যাথলজির ম্যানেজার সাহেব আলীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই চিকিৎসক আনিছুর রহমান পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৬ মার্চ ২০১৭/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়