ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির জামিন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির জামিন

সংসদ সদস্য আবদুর রহমান বদি (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : দুদকের দায়ের করা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন টেকনাফের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।

সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মীর রুহুল আমিন তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম বিভাগীয় আদালতের বিশেষ পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ। এ মামলার এজাহারে বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলায় সোমবার আবদুর রহমান বদি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ মার্চ ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়