ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্ষমতাচ্যুত পার্ক গিউনকে জেরা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমতাচ্যুত পার্ক গিউনকে জেরা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে জেরা করেছেন দেশটির প্রসিকিউটররা।

একটি দুর্নীতি কেলেঙ্কারিতে প্রশ্নের জবাব দিতে মঙ্গলবার প্রসিকিউটরদের কার্যালয়ে যান পার্ক গিউন। এই কেলেঙ্কারিতেই তাকে প্রেসিডেন্ট পদ হারাতে হয়।

মঙ্গলবার সকালে পুলিশি প্রহরায় নিজ বাসভবন থেকে প্রসিকিউটরদের কার্যালয়ে যান পার্ক গিউন। এ সময় পার্কের বিপুলসংখ্যক সমর্থক তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। তারা পার্কের পক্ষে নানা স্লোগান দেন এবং দক্ষিণ কোরিয়ার পতাকা নাড়াতে থাকেন। পার্কের এই প্রসিকিউটর কার্যালয় যাত্রা টেলিভিশনে সরাসরি দেখানো হয়।

প্রসিকিউটর কার্যালয়ে পৌঁছে পার্ক সংবাদমাধ্যমকে বলেন, ‘জনগণের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি প্রসিকিউটরদের জেরায় সর্বোচ্চ সহযোগিতা করব।’

প্রেসিডেন্ট থাকাকালীন প্রসিকিউটরদের মুখোমুখি হতে চাননি পার্ক। তবে আদালতের আদেশে ক্ষমতা হারানোর পর এখন তাকে প্রশ্নের মুখোমুখি হতেই হচ্ছে।

বন্ধু চোই সুন-সিলকে বৃহৎ প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হতে পারে পার্কের বিরুদ্ধে। চোইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে ঘুষ ও দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়