ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ড্যাপের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করা হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ড্যাপের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করা হবে’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে অধিকতর বাসযোগ্য করে গড়ে তোলা হবে।’

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১১তম সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ড্যাপ বাস্তবায়ন হলে ঢাকার জলাবদ্ধতা দূর হবে। এর ফলে ঢাকা মহানগরী একটি সমন্বিত কাঠামোয় গড়ে উঠবে। ঢাকা মহানগরীতে ধারণক্ষমতার চেয়ে অধিক মানুষ বাস করায় অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র বাড়ি-ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। এতে প্রাকৃতিক জলাধারসমূহ সংকুচিত হয়ে পড়েছে। তাই ঢাকা জলাবদ্ধতার সমস্যায় ভুগছে।’

তিনি বলেন, ‘উত্থাপিত আপত্তিসমূহ নিষ্পত্তির মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি ড্যাপ উপহার দেওয়া হবে।’

ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সরবরাহের বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। এ ছাড়া রাজধানীর প্রাকৃতিক জলাশয়সমূহকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে। শুধু ঢাকা নয়, সারা দেশে ৬৪ হাজার গ্রামে একটি করে পুকুর খনন করার পরিকল্পনাও সরকারের আছে।’

সভায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়