ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে ২৬ মার্চের বিশেষ ট্রাফিক নির্দেশনা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ২৬ মার্চের বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে যানবাহন চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ দিন রাজধানীর কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। বিকল্প পথ ব্যবহার করতেও নগরবাসীর প্রতি অনুরোধ করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, এদিন প্রধানমন্ত্রী, মন্ত্রী, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এ জন্য ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা অব্যাহত থাকবে।

যেসব রাস্তা বন্ধ থাকবে এবং যাতায়াত করতে হবে সেগুলো হলো :

জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহার করতে পারবে।

আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

অ্যালিকো অফিস থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত গাড়ি প্রবেশ নিষেধ থাকবে।

পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনো ধরনের যানবাহন চলাচল করবে না।

দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা মোড়, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/মাকসুদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়