ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাতিরঝিলে স্বাধীনতা উৎসব নৌকাবাইচ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিরঝিলে স্বাধীনতা উৎসব নৌকাবাইচ

ছবি : শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় এ প্রতিযোগিতা হয়। বিভিন্ন জেলা থেকে আসা ১৫টি দল নারী ও পুরুষ বিভাগে অংশ নেয়।

পুরুষ দলগুলোর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে- নিউ গাজী রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব এবং ইউনিভার্সাল রোইং ক্লাব।

নারী দলগুলোর মধ্যে ১ম হয়েছে শুভাড্ডা রোইং ক্লাব, ২য় নর্থ বেঙ্গল রোইং ক্লাব ও আলীনগর রোইং ক্লাব ৩য় স্থান অধিকার করেছে।

অংশগ্রহণকারী পুরুষ দলগুলো হলো- মাঝি মাল্লা সমিতি, শাহীনবাগ রোইং ক্লাব, সৃজনী রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব, নিউ গাজী রোইং ক্লাব, উত্তরা রোইং ক্লাব, বরিশাল রোইং ক্লাব, নারায়ণগঞ্জ রোইং ক্লাব, উত্তরখান রোইং ক্লাব ও ইউনিভার্সাল রোইং ক্লাব।

নারী বিভাগে অংশ নিয়েছে- নর্থ বেঙ্গল রোইং ক্লাব, শুভাড্ডা রোইং ক্লাব, আলীনগর রোইং ক্লাব, টঙ্গি রোইং ক্লাব ও  ইউনিভার্সাল রোইং ক্লাব।

 



ঢাকা রোইং ফেডারেশন প্রতিবারের মতো এবারো নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে। হাতিরঝিল লেক পাড়ে উৎসুক দর্শনার্থী ব্যাপক-উৎসাহ উদ্দীপনা নিয়ে নৌকাবাইচ উপভোগ করেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার ।

বাংলাদেশ রোইং ফেডারশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মাহমুদ রেজাসহ ঢাকা রোইং ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজয় দিবস উদযাপন ও গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ উপভোগ করতে  বিকেল থেকেই বিনোদনপ্রেমীরা হাতিরঝিলে উপস্থিত হন।

হাতিরঝিলের পুরো লেকটির চারপাশে নানা বয়সের হাজার হাজার মানুষ নৌকাবাইচ দেখতে জড়ো হন। প্রতিযোগিদের উৎসাহিত করতে উপস্থিত  ছিল বাদক দল।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়