ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাতিরঝিলে উপচেপড়া ভিড়

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিরঝিলে উপচেপড়া ভিড়

ছবি-শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে ছিল বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়।

ছুটির দিনে প্রকৃতির স্পর্শ পেতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে হাতিরঝিলে আসেন সব বয়সি মানুষ। নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে হাতিরঝিল।

স্বাধীনতা দিবসের উৎসবের আনন্দ আরো  বাড়িয়ে দিতে বিকেলে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ রোইং ফেডারশন। এই আয়োজন  রাজধানীবাসীর বিনোদনে নতুন মাত্রা যোগ করে।  বিভিন্ন জেলা থেকে আসা ১৫টি দল নারী ও পুরুষ বিভাগে অংশ নেয় নৌকাবাইচে। 

গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষ হাতিরঝিলের দুই পাশে ভিড় জমায়। প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত  ছিল বাদক দল।

নৌকাবাইচ দেখতে আসা বাড্ডার আসাদুর রহমান রাইজিংবিডিকে বলেন, হাতিরঝিলের এ আয়োজন ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। তবে এ আয়োজনের প্রচার ও প্রতিযোগিতার সময় আরো বেশি হওয়া উচিত। কারণ,  প্রচার না থাকায় অনেকে নৌকাবাইচ সম্পর্কে জানতে পারেননি।

নৌকাবাইচ ছাড়াও হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি বাড়তি আনন্দ দিচ্ছে রাজধানীবাসীকে। নিয়মিত রুটে ওয়াটার ট্যাক্সি চলাচলের পাশাপাশি অনেকেই ভাড়া করে ঝিলের ভেতর ঘুরে বেড়িয়েছেন।

সাধারণত হাতিরঝিলের ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা ও রামপুরার মধ্যে যাতায়াত করে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়