ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় সাক্কু জয়ী

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় সাক্কু জয়ী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে মেয়রপদে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

সাক্কু পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট। ভোট পড়েছে ৬৩ দশমিক ৯২ শতাংশ। দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃস্পতিবার রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণকালে ককটেল বিস্ফোরণ, মারধর ও ব্যালটে সিল মারার বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব্যালটে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে স্থগিত করা হয় কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে পুরুষদের ভোটগ্রহণ। তবে কেন্দ্রটিতে নারীরা ভোট দিয়েছেন।

সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এসব ভোটারের জন্য ২৭টি ওয়ার্ডে ১০৩টি ভোটকেন্দ্র ও ভোট কক্ষ ছিল ৬২৮টি।


রাইজিংবিডি/কুমিল্লা/৩০ মার্চ ২০১৭/মহিউদ্দিন/রুহুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়