ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিকট শব্দ, আতঙ্কিত মানুষ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকট শব্দ, আতঙ্কিত মানুষ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দুপুর। বনানী থানার সামনে বিকট শব্দ। জঙ্গি হামলা হয়েছে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে।

পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দু’পাশের রাস্তা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত জানা যায় এই শব্দ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের।

বৃহস্পতিবার রাতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী রাইজিংবিডিকে বলেন, ‘শব্দ পাওয়ার পর অনেক কিছুই হতে পারে বলে পুলিশ সন্দেহ করে। মূলত এ জন্যেই সঙ্গে সঙ্গে ঘটনার কারণ জানতে পুলিশ তৎপর হয়ে ওঠে। নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ করে দেয়া হয়। তবে এখানে তেমন কিছু ঘটেনি। দেখা যায়, শব্দ হয়েছে ট্রান্সফরমার বিস্ফোরণের জন্য। ’
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, দুপুর দেড়টার দিকে কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বনানী থানার সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এর পরপরই থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জঙ্গি আতঙ্কে বের হয়ে আসেন। সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

জানা গেছে, ইন্টারনেট সার্ভিসের তারে কাক বসার পর তা ছিড়ে গিয়ে বৈদ্যুতিক তারের উপর পরে। শর্ট সার্কিটের কারণে শব্দের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়