ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত ১০১, বাস্তবায়ন ৪৭

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত ১০১, বাস্তবায়ন ৪৭

সচিবালয় প্র‌তি‌বেদক : চল‌তি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ১০১টি আর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৪৭টি।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে চল‌তি বছ‌রের গত তিন মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তি‌নি ব‌লেন, ‘গত তিন মা‌সে ম‌ন্ত্রিপ‌রিষদের নেওয়া ৫৪টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬ দশমিক ৫৩ শতাংশ।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর প্রথম ত্রৈমাসিকে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫০ শতাংশ কমেছে।’

এ প্রস‌ঙ্গে শ‌ফিউল আলম বলেন, ‘সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা গতবছ‌রের চে‌য়ে দৃশ্যত পিছিয়ে। এ বছরের সিদ্ধান্তের মধ্যে বেশির ভাগই ছিল অবগতির জন্য কতগুলো সামারি। খুব ক্যাজুয়াল সিদ্ধান্ত, সাবসটেনটিভ সিদ্ধান্ত নয়। এজন্য পার্সেন্টেজ কমে গেছে। গত বছর এ ধরনের সিদ্ধান্ত কম ছিল। এ জন্য এ পরিসংখ্যানগত পার্থক্য হয়েছে।’

তিনি ব‌লেন, ‘২০১৬ সা‌লের একই সময়ে ১৩টি মন্ত্রিসভার বৈঠক হয়। এ সময়ে সিদ্ধান্ত হয় ৭৯টি, তারমধ্যে ৪৯টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ৩০টি। বাস্তবায়নের হার ছিল ৬২ দশমিক ০৩ শতাংশ।’

তি‌নি আ‌রো ব‌লেন, ‘গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল ৫টি, ৮টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।’

২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয় ৩টি। চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয় ৫টি। এ সময়ে সংসদে ৯টি আইন পাস হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।



রাই‌জিং‌বিড‌ি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/নঈমুদ্দীন/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়