ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেড় ঘণ্টা থেমে থাকল মৈত্রী এক্সপ্রেস

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় ঘণ্টা থেমে থাকল মৈত্রী এক্সপ্রেস

কুষ্টিয়া প্রতিনিধি : যথাসময়ে রেল লাইনের উন্নয়ন কাজ শেষ না হওয়ায় মাঠের মধ্যে দেড় ঘণ্টা থেমে থাকল কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

আর্ন্তজাতিক এই ট্রেনটি ফাঁকা মাঠের মধ্যে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেয়নি।

আজ সোমবার দুপুর ১ টা ৩২ মিনিট থেকে ২ টা ৫৭ মিনিট পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। যেখানে থামার কথায় নয়, সেখানে লাল কাপড় দিয়ে থামিয়ে রাখা হলো ট্রেনটিকে। 

মিরপুর স্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, মিরপুর রেলওয়ে স্টেশনের অদূরে আপ লাইনে উন্নয়ন কাজ চলার কারণে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়। তিনি জানান, যথাসময়ে লাইনের কাজ সমাপ্ত না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

লাইনের কাজে কর্মরত ইঞ্জিনিয়ার হায়দার আলী জানান, সময় মতো উন্নয়ন কাজ সমাপ্ত না হওয়ায় ট্রেনটি আটকা পড়ে। তবে দ্রুত কাজ শেষ করার পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ এপ্রিল ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়