ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের নেতারা। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অকাল বন্যায় হাওর অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। চোখের সামনে ফলন্ত ধানের জমি তলিয়ে গেছে। পানির নিচে কাঁচা ধান পচে নানাবিধ কেমিক্যাল দূষণে হাওরের দুই হাজার মেট্রিক টন মাছ মারা গেছে। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলার ৯৫ শতাংশ ফসল তলিয়ে যাওয়ায় মানুষের খাদ্যের সঙ্গে পশু খাদ্যের অভাব দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাওর অঞ্চলকে দুর্গত এলাকা গোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

সংগঠনের সভাপতি মো. সোলেয়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিমল রায়, সহসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেকউল, সহসাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় (দর্পন), অর্থ সম্পাদক কামরুল হাসান বাবু প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/মামুন খান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়