ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শ্রমিক নিহতদের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক নিহতদের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিষ্ফোরণে ১৫ জন শ্রমিক নিহত এবং কুষ্টিয়ায় দুজন শ্রমিক নিহত হওয়ায় দায়ীদের শাস্তির দাবি জানিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

একইসঙ্গে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, মালিকদের অবহেলায় একের পর এক কারখানায় শ্রমিকের মৃত্যু ঘটছে। শ্রমিকের শ্রমের দাম যেমন কম তেমন তাদের জীবনের নিরাপত্তাও নেই। একের পর এক বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ঘটলেও আজ পর্যন্ত কোনো মালিককে শাস্তি পেতে হয়নি।

নেতৃবৃন্দ দায়ীদের শাস্তি, কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আজীবন আয়ের সমপরিমাণ অর্থ, আহতদের চিকিৎসা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, রাজেকুজ্জামান রতন, আহসান হাবিব বুলবুল, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপনসহ শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, তোপখানা রোড এলাকা প্রদিক্ষণ করে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়