ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লাইফ সাপোর্টে আবৃত্তিশিল্পী কাজী আরিফ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইফ সাপোর্টে আবৃত্তিশিল্পী কাজী আরিফ

আবৃত্তিকার কাজী আরিফ

নিজস্ব প্রতিবেদক : লাইফ সাপোর্টে রয়েছেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী আরিফ।

নিউ ইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। গত মঙ্গলবার হার্টের ভাল্ব পুনঃস্থাপন ও আর্টারিতে বাইপাস সার্জারি সম্পন্ন হয় কাজী আরিফের। এর আগে হার্টের একটি ভাল্ব অকেজো এবং একটি গুরুত্বপূর্ণ আর্টারি নষ্ট হয়ে গেলে চিকিৎসকরা ভাল্ব পুনঃস্থাপন ও বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুরের রাজবাড়ীতে কাজী আরিফের জন্ম। তবে তার বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। সেখানেই তার পড়াশোনা, শিল্প-সাহিত্যে হাতেখড়ি।

কাজী আরিফ ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা শুরু করেন। এরপর সমান তালে এগিয়ে যেতে থাকে তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা।

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/শান্ত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়