ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পয়লা মে লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পয়লা মে লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা

নিজস্ব প্রতিবেদক : পয়লা মে শ্রমিক দিবস। এই দিনে লাখো কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃতির উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আবৃত্তির উদ্যোগ নিয়েছে নজরুল চর্চা কেন্দ্র- বাঁশরি ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাঁশরির সভাপতি ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতে এ আয়োজন। আবৃত্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান উপস্থিত থাকবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/সাওন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়