ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘এপ্রিলে সামাজিক সহিংসতা বেড়েছে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এপ্রিলে সামাজিক সহিংসতা বেড়েছে’

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এপ্রিল মাসে উদ্বেগজনক হারে সামাজিক সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

সংস্থাটির দাবি, এপ্রিল মাসে আত্মহত্যা, ধর্ষণ ও হত্যার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

রোববার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন রাইজিংবিডিকে বলেন, এপ্রিলে সামাজিক সহিংসতায় ৩৪ জন নারী নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন ৫৮ জন আর ধর্ষণের শিকার হয়েছেন ৫৫জন নারী ও শিশু।

তিনি বলেন, আমাদের হিসেব মতে, দেশে মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ