ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাবনার প্রথম শিরোপা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনার প্রথম শিরোপা

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পাবনা বিভাগ।

মঙ্গলবার পাবনা বিভাগীয় স্টেডিয়ামে নারায়াণগঞ্জ বিভাগকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ পায় পাবনা বিভাগ। এর আগে জাতীয় ক্রিকেট চ্যাম্পয়নশিপে একবারও ফাইনালে উঠতে পারেনি পাবনা। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা ঘরে তুলেছে তারা।

বৃষ্টির বাগড়ায় দুই দলের ম্যাচ নেমে আসে ২০ ওভারে। টস হেরে ব্যাটিং করতে নেমে নারায়াণগঞ্জ ৬ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ করে রান করেন রায়ান রাফসান ও তায়াবুর রহমান। বল হাতে ১৯ রানে ৪ উইকেট নেন শিহাব আহমেদ।

জবাবে শেষ ওভারে জয় তুলে নেয় পাবনা। ৫ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৩৯ রান করেন ইমরান হোসেন জহির। ম্যাচসেরার পুরস্কার জিতেন শিহাব আহমেদ। চ্যাম্পিয়ন হওয়ায় ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন পাবনার ক্রিকেটাররা। ম্যাচ সেরা শিহাব পেয়েছেন ১০ হাজার টাকা। 

প্রসঙ্গত ১৯৭৪-১৯৭৫ থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। মাঝে ১৯৯৯ থেকে ২০০২ এবং ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ মৌসুম টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে শিরোপা জিতেছিল খুলনা, রানার্সআপ হয়েছিল ঢাকা বিভাগ।  



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়