ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় পায়নি। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায়। আগামীকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে মাশরাফি ফেরায় একাদশের বাইরে চলে যান তাসকিন আহমেদ। মাশরাফির সঙ্গে পেস আক্রমণে ছিলেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনেই ভালো করেছেন। সে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচেও তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা কম।

চলুন দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়