ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা বাতিল করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বিকেল ৩টায় দ্বিতীয় ভাগের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়েছে।

জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুক্রবার সকাল ভাগের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান পরীক্ষার্থীরা।

রাষ্ট্রায়ত্ব সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়।

কমিটি সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষার বিষয়ে তারা সাচিবিক দায়িত্ব পালন করে। পরীক্ষা নেওয়ার জন্য তারা দরপত্র দেয়। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দরপত্র পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

বিভাগের চেয়ারম্যান আবু তালেব দুপুর ১টার দিকে সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলের পরীক্ষা বাতিল করা হয়েছে। আর সকাল ভাগের পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়