ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডা. এম এ কাশেমের জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডা. এম এ কাশেমের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর অভিযোগে করা মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক সেলিম হোসেন ডা.  এম এ কাশেমকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে ডা. এম এ কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। এ সময় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে চৈতির সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ওই ছাত্রীর সহপাঠীরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে ধানমন্ডি থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়