ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রমজান মাসে বায়তুল মোকাররমে হালাল পণ্যের প্রদর্শনী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজান মাসে বায়তুল মোকাররমে হালাল পণ্যের প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র রমজান মাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে হালাল পণ্যের প্রদর্শনীর আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন।

আগারগাঁও প্রধান কার্যালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হালাল ভোগ্যপণ্য, কসমেটিকস, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য হালাল পণ্য সম্পর্কে ভোক্তাদের সচেতন করার পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারেহালাল পণ্যেরগুরুত্ব তুলে ধরতেই ইসলামিক ফাউন্ডেশন এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে।

সভায় হালাল পণ্যের প্রদর্শনীর পাশাপাশি পণ্য বিক্রয় কেন্দ্র এবং সেমিনার আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিলিভার, স্কয়ার, প্রাণ আরএফএল গ্রুপ, হামদর্দ ল্যাবরেটরিজ, মডার্ন হারবাল, সজীব গ্রুপসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বাংলাদেশের পণ্যকে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে এই প্রদর্শনী কাজে দেবে।’

উল্লেখ্য, দেশি ও আন্তর্জাতিক হালাল মার্কেটে প্রবেশের জন্য বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা এবং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সনদ প্রদান করা হয়ে থাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়