ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতারা। শুক্রবার অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘ভাস্কর্য সরানোর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের ওপর জলকামান ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এর প্রতিবাদে শনিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

এদিকে শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্রিম কোর্ট, দোয়েল চত্বর, শাবহাগ ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে বৃহস্পতিবার মধ্য রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরানো হয়। ভাস্কর্যটির নির্মাতা ভাস্কর মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি যত্ম করে সরানোর কাজ তত্ত্বাবধান করেন।

ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার মিছিল করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/মাকসুদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়