ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রথম রোজার সাহরি ও ইফতার সময়

জাহাঙ্গীর আলম বকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম রোজার সাহরি ও ইফতার সময়

ডেস্ক রিপোর্ট : রমজানের প্রথম দিন রোববার। এই দিনের রোজা রাখতে সাহরি খেতে হবে শনিবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটের পূর্বে।

সারা দিন রোজা পালন শেষে ইফতার করতে হবে রোববার সন্ধ্যা ৬টা ৪৪মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

সাহরিতে ঢাকার সময়ের সঙ্গে একই হবে- নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলা।

ইফতারে ঢাকার সময়ের সঙ্গে একই হবে- গাজীপুর, নেত্রকোনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা।

অন্যান্য জেলার সাহরি এবং ইফতার সময় নিম্নের ছকে পাওয়া যাবে-


রোজার নিয়ত : নাওয়াইতু আন আছুমা গাদাম্ মিন শাহ্‌রি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউ’ল আ’লীম।

হে আল্লাহ-  আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমজান শরীফের ফরজ রোজা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

ইফতারের দোয়া : আল্লাহুম্মা ছুমতু লাকা ওয়াতাওয়াক্ক্বালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বিরাহ্‌মাতিকা ইয়া আরহামার রাহিমিন।

হে আল্লাহ- আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/বকুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়