ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘মোরা’ ২-৩ ঘণ্টায় বাংলাদেশ অতিক্রম করবে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মোরা’ ২-৩ ঘণ্টায় বাংলাদেশ অতিক্রম করবে

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘মোরা’ আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্য বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানান। সে হিসেবে সকাল সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

তিনি জানান, এটি কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়া অতিক্রম করে এটি এগোবে ভারতের মনিপুরের দিকে।

তিনি বলেন, ‘মোরা’ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে টেকনাফে ও ১১৪ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে আঘাত করে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে।

জানা গেছে, ভোরে থেকে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। সঙ্গে হালকা বৃষ্টি ছিল। ঝড়ে টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের গাছপালা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়