ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি : চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক  হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে টানা বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

শ্রীমঙ্গলস্থ রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাফর আলম বলেন, ‘আমাদের টিম চার ঘণ্টা কাজ করে লাইনটি সচল করতে সক্ষম হয়েছে। এখন সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’



রাইজিংবিডি/মৌলভীবাজার/১৯ জুন ২০১৭/হোসাইন আহমদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়