ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক : লাইসেন্স ছাড়া কৃষিকাজের জন্য নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি ব্যবহারে শাস্তি বাড়িয়ে ‘কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আইনে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে জরিমানা ছিল সর্বোচ্চ ২ হাজার টাকা। নতুন আইনে তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা বা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড। আগের আইনে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিষয়টিও ছিল না।’

সচিব বলেন, ‘আগে ছিল দি গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স, ১৯৮৫। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এটাকে আইনে রূপান্তরের নির্দেশনা আছে সেজন্য এটাকে নতুন করে আইনে পরিণত করা হচ্ছে। প্রথমত এটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে।’

তিনি বলেন, নতুন আইনে উপজেলা পরিষদের ক্ষমতায়ন করা হয়েছে। আইন অনুযায়ী উপজেলা সেচ কমিটি নামে একটি কমিটি করা হবে, সেটা উপজেলা পরিষদের নির্দেশনায় পরিচালিত হবে। এখানে লাইসেন্সের একটি ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ভূগর্ভস্থ পানি কৃষিকাজে ব্যবহারের জন্য লাইসেন্স লাগবে। লাইসেন্স দেবে উপজেলা সেচ কমিটি।’

মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, ‘কমিটি লাইসেন্স দেওয়ার আগে সরেজমিনে পরিদর্শন করবে। কোনো জায়গায় নলকূল স্থাপনের প্রয়োজন আছে কিনা সেটা দেখবে। নিকটবর্তী নলকূপের দূরত্ব কতটুকু তা দেখবে। কারণ আমরা যদি ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে থাকি তাহলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আছে। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এ আইনটিতে বিধান রাখা হয়েছে।’

উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স সাসপেন্ড বা বাতিলও করতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যদি কোনো লাইসেন্স এক বছরের মধ্যে তিনবার স্থগিত হয় তবে উপজেলা পরিষদ শুনানি দিয়ে তা বাতিল করে দিতে পারবে।’

তিনি আরো বলেন, সেচ কমিটির গঠন বিধির মাধ্যমে নির্ধারিত হবে। তবে এটা এখনও করা হয়নি। বিধির মাধ্যমে কমিটির কাজও নির্ধারিত হবে। লাইসেন্সের জন্য ফিও নির্ধারণ করা হবে।’

‘যেসব নলকূপ রয়েছে সেগুলোকে লাইসেন্স নেওয়ার জন্য সময় দেওয়া হবে। আগের আইনেও নলকূপ স্থাপনে লাইসেন্স নেওয়ার বিধান ছিল’ বলেও জানান সচিব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়