ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফাস্ট ট্র্যাকে কক্সবাজারে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাস্ট ট্র্যাকে কক্সবাজারে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প

সংসদ প্রতিবেদক : কক্সবাজারে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে একটি গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল (পিসিআই) কর্তৃক ‘টেকনো-ইকনোমিক ফিসিবিলিটি স্টাডি’ করা হয়েছিল।

শাজাহান খান বলেন, পরামর্শক প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল (পিসিআই) জাপান কর্তৃক দাখিলকৃত সমীক্ষা প্রতিবেদনে কক্সবাজার জেলার সোনাদিয়ায় তিন ধাপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে বন্দর নির্মাণের কাজ শুরু করার পর তা সম্পন্ন করতে পাঁচ বছর প্রয়োজন হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ যথাক্রমে ২০৩৫ ও ২০৫৫ সাল নাগাদ সমাপ্তির পরিকল্পনা করা হয়েছে।

এছাড়াও, জাইকা কর্তৃক মাতারবাড়িতে একটি বহুমুখী গভীর সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হচ্ছে। এ সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর সার্বিক দিক বিবেচনা করে নির্মাণকাজ শুরু করা হবে বলে মন্ত্রী জানান।




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়