ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কমলাপুরে ঘরমুখী মানুষের ঢল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমলাপুরে ঘরমুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর স্টেশনে ঘরমুখী মানুষের চাপ যেন কমছেই না।

প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেলেও রোববার রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হবে বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। এদিনও নানা দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা গেছে, প্রতিটি প্লাটফর্মে শতশত যাত্রী নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায় রয়েছেন। কোনো ট্রেন প্লাটফর্মে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যে ভরে যাচ্ছে।

ট্রেনে বসে জয়া শিকদার বলছিলেন, ‘আগে এসেছি বলে ট্রেনের সিট পেয়েছি। না হলে দাঁড়িয়ে যেতে হতো। ট্রেনে উঠতে অনেক বেগ পেতে হয়েছে অতিরিক্ত যাত্রীর কারণে।’

সরকারি চাকরিজীবী হেলালউদ্দিন বলেন, ‘আমি যাব দিনাজপুর। ট্রেনে উঠতে যে বেগ পেতে হয়নি তা বলব না। তারপরও মন্দের ভালো। কেননা ট্রেনে গেলে মহাসড়কের নানা প্রতিবন্ধকতার যে শিকার হতে হয়, তা থেকে রক্ষা পাওয়া যাবে। প্রতিবারই পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করি।’

রোববারও ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে যাত্রীদের।

স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। তবে দুটি ট্রেন ছেড়েছে আধা ঘণ্টা দেরিতে। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু, ঢাকা-খুলনা রুটের সুন্দরবন, ঢাকা সিলেটের পারাবত, ঢাকা চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে। তবে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের তিস্তা একপ্রেস আধা ঘণ্টা দেরিতে অর্থাৎ ৮টায় ছেড়ে গেছে। নীলসাগর, এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেসও ছেড়েছে দেরিতে।

স্টেশনে ম্যানেজার সীতাংশু চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‘রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২০টি ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। সারা দিন ৬০টি ট্রেন ছেড়ে যাবে। আর রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকায় আসতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়