ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাড়ি ফেরার আনন্দে চাপা পড়ে যাচ্ছে কষ্ট

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ফেরার আনন্দে চাপা পড়ে যাচ্ছে কষ্ট

নিজস্ব প্রতিবদেক : প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ। যারা যেতে পারেননি তারা আজ রোববার যাচ্ছেন।

রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ভিড়। হঠাৎ বৃষ্টি হওয়ায় বেশকিছু যাত্রী ভিজে টার্মিনালে এসে বাসের জন্য অপেক্ষা করছেন।

অধিকাংশ যাত্রীর অভিযোগ, নির্ধারিত সময় বাস না আসায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এ ছাড়া বাড়তি ভাড়া নিচ্ছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলো।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বিআরটিসি, সুন্দরবন, সুগন্ধা, রয়েল, সৌদিয়া, অভিযান, পদ্মা, ইলিশ, আনন্দ, ধানসিড়ি ও বিভিন্ন পরিবহনের একটি বাসেও আসন খালি নেই। অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয়, যানজট ও পদে পদে বিভিন্ন সমস্যাসহ বিভিন্ন বাধা উপেক্ষা করে সবাই ছুটছেন।

মাতুয়াইলের বাসিন্দা আল আমিন রাইজিংবিডিকে বলেন, ‘প্রতি বছর বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যেতে হবে। বেলা সাড়ে ১২টায় বাস টার্মিনালে এসেছি। বেলা সাড়ে ১২টায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ৩টার দিকে গাড়ি এসেছে। এ ছাড়া বাড়তি দামে টিকিট সংগ্রহ করেছি।’

তিনি আরো বলেন, ‘গাড়ি নির্ধারিত সময়ে না ছাড়ায় খুব টেনশনে আছি। বাড়ি যেতে হয়তো ভোগান্তির শিকার হতে হবে।’

শুধু আল আমিন একা নন, এ রকম অনেক মানুষকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। অধিকাংশ গাড়িই নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়নি।

বাস টার্মিনালে কথা হয় যাত্রী রবিনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘গাড়ির জন্য অপেক্ষা করছি। দোলা পরিবহনে ঢাকা থেকে ফরিদপুরের ভাড়া ২৫০ টাকা। এখন ৪০০ টাকা দিয়ে টিকিট কিনেছি।’

তিনি আরো বলেন, ‘ঈদে বাড়ি যেতে পথে বাড়তি ভাড়া তো দিতেই হয়, সেইসঙ্গে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তারপরও বাবা-মায়ের অনুরোধে ঈদ করতে বাড়ি যাই।’

টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে কথা হয় টিকিট মাস্টার জাহিদ হোসেনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘যাত্রী নামিয়ে খালি গাড়ি ঢাকায় আসতে হয়। এ ছাড়া রাস্তায় অনেক যানজট। এ কারণে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এ ছাড়া রাস্তায় বিভিন্ন খরচ আছে। তাই ঈদের সময় কিছু বাড়তি টাকা বোনাস হিসেবে যাত্রীদের কাছ থেকে নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৬/আসাদ/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়