ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাড়ি ভাঙার কাজ প্রায় সম্পন্ন : রাজউক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ভাঙার কাজ প্রায় সম্পন্ন : রাজউক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িটি আইন মেনেই ভাঙা হয়েছে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ওয়ালিউর রহমান ও  নাসির উদ্দিন বাড়ি ভাঙায় নেতৃত্ব দিচ্ছেন।

রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর বলেন, আইন অনুযায়ী বাড়িটির অনুমোদিত নকশা নেই। তাছাড়া বাড়িটি অনেক পুরনো। এটি ভাঙতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইন মেনেই বাড়িটি ভাঙা হয়েছে।

তিনি  আরো বলেন, আমরা আদালতের আদেশের পর বাড়িটির দখল নিয়েছি। এখন ভেঙে ফেলছি। ভাঙার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে বাড়িতে অবস্থান নেয় রাজউকের লোকজন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এর এক ঘণ্টা পর থেকে এটি ভাঙা শুরু করে রাজউক। এ সময় চারটি বুলডোজার ব্যবহার করে রাজউক। বাড়ি ভাঙার কার্যক্রম চলাকালে গুলশান-২ নম্বর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, আইনি লড়াইয়ে হেরে গত ৭ জুন গুলশান-২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ছাড়তে হয় মওদুদ আহমদকে। ওইদিনই এটি বুঝে নিয়েছে রাজউকের সম্পত্তি শাখা। এ বাড়ি দীর্ঘদিন তার দখলে ছিল। বর্তমানে মওদুদ আহমদ গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে থাকছেন।



রাইজিংবিডি/ঢাকা/ ২৫ জুন ২০১৬/আসাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়