ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে ওই এলাকার উন্নতি হবে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে ওই এলাকার উন্নতি হবে’

নিজস্ব প্রতিবেদক : রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে ওই এলাকার উন্নয়ন বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সেখানকার মানুষ নতুন জীবনের কথা ভাববে। তাদের সন্তানেরা আরো বেশি লেখাপড়া করবে। আমরা স্টাডি করেছি কীভাবে এলাকার উন্নয়ন হবে। সুন্দরবন রক্ষা হবে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাইঞ্জে ‘পদ্মা থেকে রামপাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘যারা ওখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে বিরোধিতা করছে তারা দেশের ভালো চায়। আমরা তাদের ধন্যবাদ জানাই এ জন্য যে, তাদের বিরোধিতার কারণে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আরো গভীরে অনুসন্ধান করেছি। আশা করছি, অতীতে তাদের বিরোধিতার যে ‍যুক্তি ছিল সেটা এখন আর নেই।’

তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এটিকে রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। আমরা চাই না কোনো কারণে এ ঐতিহ্য হারিয়ে যাক। সম্প্রতি রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের মাধ্যমে এ প্রকল্প বিরোধীদের ভুল ভাঙবে বলে আমি বিশ্বাস করি।’

সেমিনারে সংগঠনের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ ড. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়