ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ই.ডি কর্মচারীদের সম্মানী ভাতা ৫ হাজার করার দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ই.ডি কর্মচারীদের সম্মানী ভাতা ৫ হাজার করার দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা সর্বনিম্ন ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ একজন পোস্ট মাস্টারের সম্মানী ভাতা এখনো ২ হাজার ৫৬০ টাকা । এটা কর্মচারীর জন্য যেমন অসম্মানজনক, তেমনি দেশের জন্যও লজ্জাজনক। পাশাপশি তারা দাবি জানিয়ে বলেন, দুই মাসের সম্মানী ভাতার সমপরিমাণ দুইটি উৎসব ভাতা হিসেবে মঞ্জুর করতে হবে।

দাবি আদায়ের লক্ষ্যে ইউনিয়নের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষাণা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর প্রত্যক জেলায় সমাবেশ, ২২ অক্টোবর প্রতীকী কর্মবিরতি। এরপরও দাবি আদায় না হলে ১০ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়।

সমিতির সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ হাকিমসহ সমিতির কেন্দ্রীয় নেতারা।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়