ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্ধারিত জায়গা ডিএনসিসিকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্ধারিত জায়গা ডিএনসিসিকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত জায়গা ডিএনসিসি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ অভিযান-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ অনুরোধ জানান।

এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ওই এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

আনিসুল হক বলেন, গুলশান, বনানী, বারিধারার পাশাপাশি মিরপুর এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাস্তা নির্মাণের জন্য নির্ধারিত জায়গা ডিএনসিসি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে মেয়র কালশী এবং সিরামিক রোডে গাছের চারা রোপন করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়