ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্দিষ্ট স্থানে কোরবানি করার সিদ্ধান্ত বাতিলের দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্দিষ্ট স্থানে কোরবানি করার সিদ্ধান্ত বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক :  আসন্ন পবিত্র ঈদুল আজহায়  নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন সংগঠনের নেতারা এ দাবি জানান।

ওলামা লীগের সভাপতি মাওলানা মো. আখতার হুসাইন বুখারী বলেন, ‘আসন্ন ঈদে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিটি করপোরেশনের  এই অবাস্তব সিদ্ধান্ত দেশবাসী বিগত বছরেও মানেনি এবারও মানবে না। ’

এ ছাড়া দেশব্যাপী কোরবানির পশু পরিবহন সহজ ও চাঁদাবাজী বন্ধ করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে   মাওলানা আবুল হোসেন শেখ শরীয়তপূরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুস সাত্তার, ওলামা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রুপগঞ্জী, দপ্তর সম্পাদক শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়