ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেবা বড় ইবাদত: ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেবা বড় ইবাদত: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ট্রাফিক পুলিশ যানজট নিরসনে দিন-রাত পরিশ্রম করছে। এ সেবা বড় ইবাদত। যা অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না।’

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্সে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রয়োজন ছাড়া হুইল লক, রেকারিং একেবারে করা যাবে না। যানজট ঢাকা শহরের প্রধান সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আপনারা রাত-দিন পরিশ্রম করছেন। রাষ্ট্র, দেশ ও জনগণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাদের সেবা নিশ্চিত করাই আমাদের কাজ। যা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। বিকন লাইট, হাইড্রোলিক হর্ন ও স্টিকার ব্যবহার করে কেউ যাতে ট্রাফিক আইন ভঙ্গ করতে না পারে সেদিকে নজর দিতে হবে।’

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘জনহয়রানি, রেকারিং ও প্রসিকিউশন আমাদের কাজ নয়। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখাই ট্রাফিকের মূল কাজ। রাজধানীতে ২৮২টি ইন্টারসেকশন আছে। সঠিকভাবে ইন্টারসেকশন ম্যানেজমেন্ট করতে পারলে যানজট অনেক কমে যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়